যে কারণে আপনি মানুষের কাছে ঘৃণীত

প্রথম প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ১:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ঘৃণাসামাজিক জীবনে অহরহ আমরা অন্যের ঘৃণার শিকার হই। জীবনে চলার পথে নিজের অজান্তেই আপনি নিজের শত্রু তৈরী করে ফেলবেন আপনি তা হয়তো আপনি নিজেও জানেন না। আপনি হয়তো কারো কোন ক্ষতি করেন নি, কারো সাথে খারাপ ব্যবহারও করেন নি। কিন্তু তারপরও খুঁজলে এমন কিছু মানুষকে পেয়ে যাবেন, যারা কিনা বিনা কারণেই আপনাকে ঘৃণা করে এবং শত্রু মনে করে আপনাকে। এরা পিঠ পিছে ক্ষতি করার চেষ্টা করে, আজেবাজে বদনাম রটিয়ে বেড়ায়, আপনার কোন কিছুকেই তারা ভালো বলে না।

 

কিন্তু কেন করে তারা এমন?

আজ আপনাকে জানাবো কি কারণে আপনি কিছু মানুষের অহেতুক ঘৃণার শিকার। জেনে রাখুন ১৫টি বিস্ময়কর কারণ।

১) তারা আপনাকে ঘৃণা করে, কেননা তারা আপনার মত হতে চান। অবাক লাগলেও এটাই সত্যি।

২) অন্যকে ঘৃণা করার মাধ্যমে তারা নিজেদেরকে বড় ভাবতে পারেন। নিজেকে বড় মনে করার আর কোন উপায় তাদের জানা নেই।

৩) আপনাকে দেখে নিজের জীবনের ব্যর্থতার কথা মনে পড়ে যায় তাদের, যদিও সেগুলোর জন্য আপনি দায়ী নন।

৪) তারা মনে করেন আপনার জীবন তাদের জীবনের চাইতে অনেক ভালো।

৫) আপনার সামাজিক জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত।

৬) যারা নিজেদের জন্য কিছু করতে পারেন না, তারাই বিনা কারণে অন্যকে ঘৃণা করে। বিশেষ করে তাঁদেরকে ঘৃণা করেন, যারা কিনা জীবনে অনেক কিছু করেছেন।

৭) তারা হীনমন্যতা ও অনিরাপত্তা বোধে ভোগেন এই ভেবে যে আপনি তাদের চাইতে সেরা হয়ে যাবেন।

৮) তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত।

৯) আপনাকে দেখে নিজের ত্রুটিগুলো অনুভব করতে পারেন তারা। সেগুলো শুধরে নেয়ার বদলে আপনাকে ঘৃণা করেই মনের ঝাল মেটান।

১০) হয়তো আপনাকে দেখে এমন কারো কথা মনে পড়ে যায় তাদের, যাদের কারণে তারা খুব কষ্ট পেয়েছিলেন।

১১) তারা মনে করেন আপনি জীবনে যা পেয়েছেন সেগুলোর যোগ্য আপনি নন।

১২) কোন কারণে আপনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা।

১৩) মানুষ যখন নিজে ব্যর্থ হয়, তখন একই কাজে সফল আরেকজনকে ঘৃণা করে নিজের ব্যাপারে ভালো অনুভব করে।

১৪) আপনি হয়তো জীবনে এমন কিছু অর্জন করেছেন যা তারা অর্জন করতে চেয়েছিলেন।

১৫) নিজের দোষ ঢাকার জন্য আপনাকে ঘৃণা করেন তারা।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G