রঙ রাঙালো বিধবার শাড়িতে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
বসন্তের আগমনে ছোকড়া-বুড়ি সবাই আবীর মাখাচ্ছে এ-তার গায়ে। আর দুয়ার বন্ধ করে ঘরের কোণে বসে চোখের জলে মুছে চলেছেন সাদা শাড়ি পরিহিতা বিধবা মেয়েটি-বিধবা বৃদ্ধাটি। সনাতন ধর্ম বিধবাকে রঙ ছোঁয়াতে নিষেধ করেছিল সেই কবে। কত কিছু শিথিল হয়ে এলো কিন্তু এ রং-নিষিদ্ধি আর হলো না
খোদ ‘ভগবান শ্রীকৃষ্ণের’ গ্রাম মথুরার বৃন্দাবনে। ভারতের উত্তর প্রদেশেরও উত্তরে অবস্থিত ঐতিহাসিক অতিপ্রাচীন এ মাটি আজ বিধবা-বান্ধব হয়েছে; যারা নিন্দা করছেন, তাদের মুখে আবীর ছিটিয়ে হোলি পালন করছেন বৃন্দাবনের বিধবারা।
ভারতীয় বেসরকারী মানব-সহায়তামূলক সংস্থা ‘সুলভ’-এর উদ্যোগে এ অসাধ্য সাধন করা হয়েছে।
শ্রীকৃষ্ণের গ্রামে তাই হাসছেন অশীতিপর বৃন্দেশ্বরী দেবী, উর্মিলা তিউয়ারিরা যারা প্রায় অর্ধশতাব্দি- সিকি শতাব্দি হয়ে গেলো রং হাতে তোলেননি, পরেননি এমনকি কোন রঙিন কাপড়। বহু আগে প্রিয়তম গতায়ু হলেও মানুষ হিসেবে তারা যে এখনও হৃদয় শুকিয়ে ফেলেননি এবার তার প্রমাণ দিলেন।
রঙের গুঁড়ো উড়িয়ে-ভরিয়ে-জড়িয়ে দিলেন-নিলেন সারাদিন। চলবে পরের চারদিনও। ছবিও তুলছেন অনেক। জানালেন, জীবনে প্রথমবারের মতোও ছবি তুলছেন অনেকে। আর এখন থেকে নিয়মিত চলবে এ রঙের উৎসব।
সূত্র: ডন
প্রতিক্ষণ/এডি/রবি