রহস্যময় ফুটন্ত কাদা

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কাদাকখনো কি কাদাকে ফুটতে দেখেছেন? সেই কাদা যা এই বৃষ্টির দিনে আমাদের নিত্যসঙ্গী। বাংলাদেশে আমরা কখনো সেটা দেখি নি। কিন্তু বিস্ময়কর এই ফুটন্ত কাদা অস্তিস্ত্ব কিন্তু রয়েছে পৃথিবীতে।

ফুটন্ত কাদার দেখা পাওয়া যায় নিউজিল্যান্ডের রোটোরুয়ার টউপো হ্রদে। মূলত মাটির নিচে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণেই উপরে কাদা ফুটতে থাকে সবসময়। কিছু জায়গায় অবশ্য পানিও ফুটছে, কিন্তু সেই জায়গাগুলোতে শুধুই ধোঁয়া দেখা যায়। শুধু নিউজিল্যান্ড নয়, বিশ্বের আরও অনেক জায়গায়ই এমন প্রাকৃতিক ফুটন্ত কাদা দেখা যায়।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G