রহস্যে ঘেরা স্টোনহেনজ!!

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১১:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ পূর্বাহ্ণ

স্টোনহেনজ

স্টোনহেনজ ইংল্যান্ড(Stonehenge )একটি বিশাল পাথরের চক্র। এটি নির্মাণ করা হয় খ্রিষ্টপূর্ব ২৫০০-৩০০০ বছর আগে। এখন রহস্য হল কে বা কারা এটা কেন বানিয়েছে তা আজও অজানা।

স্টোনহেনজ

ধারনা করা হয় এই চক্রটা ব্যবহার করা হতো আহত সন্যদের আরোগ্য লাগের জন্য। কিন্তু অনেকের ধারনা এটা একটা বিমানবন্দর, যা ভিনগ্রহবাসিদের তৈরি। তবে সত্যিকার অর্থে ওই এলাকার মানুষের ধারনা এটি একটি সেক্রিফাইস বেদী বা মন্দির মানে এখানে মানুষ বলি দেওয়া হতো কিন্তু কে বা কারা এটা ব্যবহার করতো এর কন সঠিক তথ্য পাওয়া যায় নি।

স্টোনহেনজ

এই চক্রটি সমতল ভূমির প্রায় ৮ মাইল উত্তরে ইংল্যান্ডের স্টোনহেনজ অবস্থিত। এটাতে বৃত্তাকারে বড় কয়েকটি দণ্ডায়মান(লম্বালম্বি) পাথর রয়েছে আর  সার্কেলের ভিতরে যে কয়টা ব্লুস্টোন আছে তার প্রতিটির ওজন নিখুতভাবে ৬ টন এবং এগুলোর চতুর্দিকে ঘুরানো নির্মিত বাঁধ রয়েছে। স্টোনহেনজের গঠন খানিকটা জটিল।এর বাইরের দিকে একটি বৃত্তাকার পরিখা রয়েছে। প্রবেশপথটির কিছুটা দূরেই রয়েছে মাটির বাঁধ। এ বাঁধের ভেতর চতুর্দিকে বেষ্টন করে আছে ৫৬টি গর্ত। পাথরগুলোর মধ্যে আরও দুই সারি গর্ত বেস্টন করে আছে।

স্টোনহেনজ

এখন কথা হল এই ভারি পাথর গুলো ওই প্রাচীন কালে কিভাবে এত উপরে তুলল, আর তলার কারনটাই বা কি? এই প্রশ্নের কোন বিশ্বাসযোগ্য উত্তর এখনো পর্যন্ত আমরা পাই নাই।

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G