রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে মোহাম্মদপুর থানাধীন সাদেক খান পেট্রোল পাম্প-এর পশ্চিম পার্শ্ব হতে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাসুদ সরদার (২৮), আবুল হাসান (৩০), আক্তার হোসেন (৩৮), সহিদ বেপারী (৩৫) ও সজল চৌধুরী (২৫)। এসময় তাদের কাছ থেকে ২ টি চাপাতি, চাকু, হাতুড়ি, মোবাইল ও নগদ আড়াই হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়াও রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। সিএনজি বা গণপরিবহনে ভিড়ের মধ্যে মানিব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনতাই করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিক্ষণ/এডি/রন