রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সালাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাফরুল থানার বাইশটেকি এলাকায় রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। তিনি ভাষানটেক বস্তিতে থাকতেন।
কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) মইনুদ্দিন জানান, সালাম নামের এক সন্ত্রাসী তার দলবল নিয়ে ভাষানটেক এলাকায় অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। ভাষানটেক ৪ নম্বর বস্তি এলাকায় অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সালাম বাহিনী। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সালাম গুলিবিদ্ধ হয়।
পরে সালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওই এসআই।
তিনি আরও জানান, ভাষানটেক থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে, যার একটি খালি ও অপরটি গুলিভর্তি ছিলো।
প্রতিক্ষণ/এডি/তাফসির