রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

রাজধানীর কদমতলীতে রানী স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শ্যামপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ চারজন হলেন- মো. জাবেদুল (৪০)। তার শরীরে ৮৫ শতাংশ বার্ন। এনামুল (৩০)। তার ৭৫ শতাংশ বার্ন। এছাড়া সাইফুল (৩৫), ও কামরুল হাসানকে (৩৫) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

ঢামেকের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, জাবিদুল ও এনামুলের অবস্থা আশঙ্কাজনক।

কদমতলী থানার এস আই শহীদুল জানান, দগ্ধরা সবাই স্টিল মিলের শ্রমিক। বুধবার রাতে তারা কারখানায় রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। রাত ৩ টার দিকে কারখানায় লোহা গলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ফুলকিতে হঠাৎ চারপাশে আগুন ধরে যায়। এতে তারা গুরুতর দগ্ধ হন।

এরপর ভোরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয় বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G