রাজধানীতে ৯ গাড়িতে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Bus-Fire 4রাজধানীতে পৃথক ঘটনায় সন্ধ্যার পর সাতটি যাত্রীবাহী বাস, একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ও হিউম্যান হলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

কমলাপুর টিটি পাড়াতে ‘একুশে পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস এবং রামপুরা টিভি ভবনের সামনে একটি কাভার্ডভ্যান ও কাঁচাবাজারের সামনে ‘সুপ্রভাত’ নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টিটি পাড়ার বাসডিপোতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একুশে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ছাড়া রামপুরা টিভি ভবনের সামনে সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাঁচাবাজারের সামনে সন্ধ্যা ৭টায় গাড়িতে আগুন দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে সন্ধা সাড়ে আটটার দিকে গাবতলী বাস ডিপোতে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর মগবাজারে হিউম্যান হলার ও মালিবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মালিবাগে বাসে আগুন দেয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিটি পাড়াতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিক্ষণ/এডি/কনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G