রাজন হত্যা: চৌকিদার ময়না গ্রেফতার

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ১০:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

রাজনসিলেটে বর্বরোচিতভাবে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চৌকিদার ময়না মিয়াকে এলাকাবাসী ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে ধরে জালালাবাদ থানা পুলিশে সোর্পদ করা হয়।

এদিকে রাত নয়টার দিকে জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান, ময়না মিয়া রাজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও স্বজনদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হলো। এর আগে এসব অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, আমিনুলকে প্রত্যাহার করে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G