রাজন হত্যার বিচার যথাযথ হবে

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৫ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

rajঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন শিশু সামিউল আলম রাজন হত্যাকারী জানোয়ারদের বিচারে কোনো ধরনের আইনি ফাঁক-ফোঁকর রাখা হবে না বলে । তাদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটায় সিলেট সদর উপজেলার বাদেয়ালী ভাইয়ারপাড় রাজনদের বাসায় গিয়ে তিনি একথা জানান।

এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, যারা রাজনকে হত্যা করেছে তারা মানুষ নয়, জানোয়ার। তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

মন্ত্রী হত্যাকারীদের বদমাইশ আখ্যা দিয়ে বলেন, বদমাইলগুলোকে পালাতে যারা সুযোগ করে দিয়েছে তাদেরও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, গ্রামবাসীরা ইচ্ছা করলে রাজনকে বাঁচাতে পারতেন। কিন্তু তারা করেননি। গ্রামীবাসীদের মধ্যে যদি কেউ এ ঘটনায় জড়িত থাকেন তাদেরও শাস্তি দেওয়া হবে। এছাড়া হত্যাক‍াণ্ডের বিষয়ে যাদের একুট সন্দেহ হবে কেউই বাঁচতে পারবে না।

মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় আইনী কোনো ধরনের ফাঁক ফোকর রাখা হবে না। যাতে জানোয়ারগুলো বাঁচতে না পারে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আসফাক আহমেদ প্রমুখ।
চোর ‘অপবাদে’ গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁওয়ের একটি গ্যারেজে ডেকে নিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G