রাজনৈতিক সহিংসতায় ক্ষতি ১৭ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৫ সালের প্রথম তিন মাসে উৎপাদনখাতে প্রায় ১৭ হাজার ১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
রোববার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
এতে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ক্ষতির এই পরিমাণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।
তিনি বলেন, যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি ২০১৪-১৫ অর্থবছরে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হত। যেহেতু এক শতাংশ ক্ষতি হয়ে গেছে সেহেতু আমাদের হিসাবে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিক্ষণ/এডি/তপু