রাজশাহীর ৮ জেলায় রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hartalরবিবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান এ কর্মসূচির কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিন ওরফে মুহিরকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের নেতারা। এছাড়া শনিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Rajshahi-Division-শাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক থেকে সকল ছাত্র-জনতাকে সর্বাত্ম হরতাল পালনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ও বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ আট জেলার সভাপতিরা।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহানগরীর উপকণ্ঠে কাটাখালী এলাকায় কিছু দুর্বৃত্ত পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয় ও বাকিরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মফিজুর রহমান ও হাবিবুর রহমান নামে আরও ২ শিবির নেতা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিবির নেতারা দাবি করেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে শিবির নেতাদের ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। তারা জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কাটাখালী এলাকা থেকে শিবিরের এই নেতাদের আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাদের গুলি করা হয়।

প্রতিক্ষণ /এডি/আদিল

 

 

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G