রাশিয়ার কালো তালিকায় ৮৯ জন

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

rushiaইউরোপীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং সামরিক নেতাসহ ৮৯ জনের বিরুদ্ধে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন এবং ক্রিমিয়ায় রাশিয়ান সামরিক হস্তক্ষেপের সমালোচক ব্যক্তিরাই ক্রেমলিনের কালো তালিকভুক্ত হয়েছেন।

কালো তালিকাভুক্তদের মধ্যে ইইউ কাউন্সিলের জেনারেল সেক্রেটারি উয়ে করসেপিউস, প্রাক্তন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, ব্রিটিশ গোয়েন্দা প্রধান, গুরুত্বপূর্ণ ডাচ রাজনীতিকসহ ফরাসী লেখক ও দার্শনিক বার্নার্ড-হেনরি লেভির নাম রয়েছে।

তালিকায় থাকা অনেকেই ক্রেমলিনের কড়া সমালোচক এবং তাদের কয়েকজনকে সম্প্রতি রাশিয়ায় প্রবেশকালে ফেরত পাঠানো হয়েছে।

ইইউ বলছে, তারা বারবার রাশিয়ার কাছে নিষিদ্ধদের তালিকা চেয়েছে, কিন্তু এর আগে তাদের সেই তালিকা দেয়া হয়নি।

শনিবার ইইউ-এর একজন মুখপাত্র বলেন, তালিকায় থাকা ৮৯ জনের নাম আমাদের জানানো হয়েছে। তবে কোন আইনগত ভিত্তি এবং প্রক্রিয়ায় তাদের নিষিদ্ধ কারা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

ইউরোপিয়ান ইউনিয়নের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া এই কালো তালিকা প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G