রাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন

প্রথম প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

VU Phaরাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১০টায় কাজলা ক্যাম্পাসের সামনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ও ফার্মা-বি ক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে প্রাকৃতিক খাবারের পরিবর্তে প্লাস্টিক ও টিনবদ্ধ খাবার খেতে ভোক্তারা বাধ্য হচ্ছেন। তাছাড়া প্রাকৃতিক খাবারেও ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। চলতি মৌসুমে আম, লিচু, কলাসহ বিভিন্ন রসালো ফলে ফরমালিন, কার্বাইডসহ বিভিন্ন হরমোন জাতীয় ওষুধ ও কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের ক্যান্সার, অগ্ন্যাশয়, কিডনির বিভিন্ন রোগসহ স্বাস্থ্যঝুঁকি ক্রমাগত বেড়েই চলেছে।

বক্তারা রাসায়নিকমুক্ত খাদ্যের জন্য সরকারের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G