রায়পুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন অনলাইন পোর্টাল ঢাকা টাইমস এর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রতিনিধি ইসলাম উদ্দিন বাপ্পি (৩০)।
এই ঘটনায় শিক্ষকসহ দুই ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুর ১টায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়কের বাসাবাড়ি ও ট্রাফিক মোড় এলাকায় মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মুমুর্ষ অবস্থায় বাপ্পিকে ঢাকা মর্ডান হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আহত দুই ছাত্র এইচএসসি পরীড়্গার্থী মোঃ রাকিব (২৮) ও শিক্ষক বাবলু (২৬) হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক ও ট্রলি আটক করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যায়। এদিকে বাপ্পির দুর্ঘটনার খবর শুনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ছাত্র, অভিভাবকও শুভাকাঙ্খিরা হাসপাতালে ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক ও শিক্ষক ইসলাম উদ্দিন বাপ্পি মটর সাইকেল যোগে নিজ বাড়ী থেকে শিক্ষক বাবলুকে নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বাসাবাড়ি বাজারের মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে বাপ্পি মাথা ও বুকে মারাত্বক আঘাত পান।
একই সময়ে ট্রাফিক মোড়ে দ্রম্নতগামী মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে পথচারী এইচএসসি পরীক্ষার্থী রাকিব গুরুতর জখম হন।আহত তিনজনকে উদ্ধার করে মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিক্ষণ /এডি/বিপ্লব