রিজভী- প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য ৫ আগস্ট

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

1135

পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৫ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষী না আসায় তা পিছিয়ে আগামী ৫ আগস্ট পুণ:নির্ধারণ করেন ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া।

আদালতে হাজির ছিলেন জয়নুল আবদীন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ৪৫ জন আসামি। রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

গত বছরের ২৫ আগস্ট দ্রুত বিচার আইনে দায়ের করা ওই মামলায় ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। এ মামলায় ১৪৮ জন আসামি ছিলেন। ওমর ফারুক নামক একজন আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করা হয়।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G