রিভিউর শুনানির আবেদন কামারুজ্জামানের

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

kamar2_22277মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের রিভিউ আবেদনটি শুনানির জন্য আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ মামলার প্রধান আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে এ আবেদনটি করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, রিভিউ আবেদনটি শুনানির জন্য চার সপ্তাহের সময়ের প্রয়োজন।

কামারুজ্জামানের আইনজীবী শিশির মো. মনির সাংবাদিকদের বলেন, এ মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত সমস্যার কারণে আমরা এ আবেদনের শুনানির জন্য সময় চেয়েছি।’

এর আগে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কামারুজ্জামানের রিভিয়ের আবেদনটি পাঠিয়ে দেন। আগামীকাল সোমবার রিভিউ আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে।

গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G