রিহ্যাবের আবাসন মেলা শুরু

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

rehabদেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সামার ফেয়ার ২০১৫ শুরু হচ্ছে আজ থেকে।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

৯ জুন থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ১২ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় দেড় শতাধিক আবাসন স্টলের পাশাপাশি ২৮টি ভবন তৈরির উপকরণ সরবরাহকারী ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার কো-স্পন্সর হিসেবে থাকছে আরও ১১টি প্রতিষ্ঠান। মেলায় প্রবেশ টিকিট সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। তবে মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা মোট চারবার প্রবেশ করতে পারবেন।

সভাপতি আলমগীর শামসুল আলামিন জানান, মেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বাজেটে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ছাড় দেয়া হয়েছে। আমরা আশা করছি, এবারের মেলায় অনেক দর্শনার্থীর সমাগম ঘটবে। আজ সকাল ১০টা থেকেই ক্রেতারা মেলায় যেতে পারবে। তবে উদ্বোধন হবে বিকেলে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G