রুপচর্চায় আগুন! (ভিডিওসহ)

প্রকাশঃ জুন ২৭, ২০১৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Beauty-therapy-studies-fireবিশ্বের সৌন্দর্য সচেতন নারীরা রুপচর্চার জন্য বিভিন্ন থেরাপি নিয়ে থাকেন। কিন্তু তবুও রূপচর্চার ক্ষেত্রে অনেকেরই মন ভরে না। তাই যারা সুন্দর ত্বক, উজ্জ্বল বর্ণ আর সুদর্শন চেহারার অধিকারি হতে চান তাদের জন্য চীন এবার ‘হাউ লিয়াও সেবা’ বা ‘ফায়ার ফেসিয়াল’ অর্থাৎ রূপচর্চায় আগুনের থেরাপি ব্যবহারের কথা বলছে।

ধারণা করা হচ্ছে,নারীদের রূপচর্চার ক্ষেত্রে এই থেরাপি খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে ।এ পদ্ধতিতে মুখমণ্ডল এবং শরীরের ওপর অ্যালকোহল দিয়ে ভেজা মোটা তোয়ালে রাখা হয়। তোয়ালেতে মেশানো হয় অ্যালকোহল এবং বিশেষ ‘স্পর্শমনি’র প্রলেপ। এরপর তাতে আগুন ধরিয়ে দিয়ে ত্বকের কোষগুলোকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত হওয়ার ফলে ত্বকের মৃত কোষগুলো নবজীবন লাভ করে!

স্থানীয়দের কাছে এটি ‘হু লিও’ নামেও পরিচিত। চীনের উঠতি বয়সী কিশোর-কিশোরীদের কাছে এটি বেশ জনপ্রিয়। তবে এই পদ্ধতির ঝুঁকিও কম নয়। সময়মতো আগুন নেভাতে না পারলে বড় বিপদ ঘটতে পারে। সূত্র: ডেইলি মেইল।

ভিডিও:


 

এ রকম আরও কিছু খবরঃ

# টাইটানিক জাহাজ ডোবেনি! (ভিডিও)

# কবর থেকে সাহায্য চেয়ে চিৎকার!

# রাজার রাণী একশ!

# বিশ্বের আশ্চর্য কিছু তথ্য

# রোদের পোড়া দাগ মুক্তির উপায়

# পৃথিবীতেই রয়েছে এলিয়েনের মৃতদেহ!


 

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G