রেলে নাশকতা, ৫ ট্রেনের যাত্রা বাতিল
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
মিরসরাইয়ের নাশকতার কারণে চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ৫ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এগুলো হল- ঢাকাগামী মহানগর প্রভাতি, সুর্বণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত কয়েছেন।
সুর্বণ এক্সপ্রেস সকাল ছয়টা ৪০ মিনিটে, প্রভাতি সকাল ৭টায়, কর্ণফুলী সকাল সাড়ে ১০টায়, গোধূলী বিকাল ৩টায় ও সাগরিকা সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল।
এদিকে নাশজনিত দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে রোববার রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেস সীতাকুণ্ড এলাকায় আটকে আছে।
সোমবার ভোরে মিরসরাইয়ের বড় তাকিয়ায় রেল লাইনের ১২৬ ফুট এলাকাজুড়ে প্রায় ১২০টি প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির একটি ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর পর থেকে চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।