রোহিঙ্গাদের নিয়ে কবিতা- মনুষ্যত্বের মৃত্যু

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৭ সময়ঃ ১২:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ পূর্বাহ্ণ

এ.কে.এম.মাহফুজুর রহমান:

পৃথিবীর সভ্যতার ইতিহাসে আরাকানে মানুষ জন্ম নিচ্ছে
জাতিগত ভৌগলিক পরিচয় তাকে রোহিঙ্গা বানাচ্ছে ।
” রোহিঙ্গা মুসলিম ” ললাটে সন্ত্রাসবাদী তকমা জুটছে
” পুশ – ইন “, ” পুশ – ব্যাক ” নিষ্ঠুরতায় চোখ রাঙাচ্ছে ।
রাজনৈতিক দাবার সূক্ষ্ম চালে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে
মিয়ানমারের রাষ্ট্রীয় অত্যাচার ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে ।
ইতিহাসের নির্মম পরিহাস লজ্জায় উপহাস করছে
সুচি অশান্তির দাবানল ছড়িয়ে শান্তির নোবেল পাচ্ছে !
আহারে ! জীবন বাঁচাতে রোহিঙ্গা মুসলিম ছুটছে
মিয়ানমার তাঁদের বাঙালি সন্ত্রাসী বলছে !
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সীমান্তের আকাশ ভারী হচ্ছে
অথচ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সদয় আচরণ করছে ।
জাতিগত বিদ্বেষের লেলিহান ছোবলে মানবতা পুড়ছে
মানবাধিকার রক্ষায় জাতিসংঘ অসহায়ভাবে ধুঁকছে ,
মিয়ানমারের জান্তা সরকারকে ভুতুড়ে ভয় পাচ্ছে !
বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে অনুরোধ করছে !
চীন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে মদদ দিচ্ছে ,
ভারত হাত – পা গুটিয়ে পরিস্থিতি পর্যবক্ষেণ করছে !
ইসলামি রাষ্ট্রসংঘ ওআইসি নিরব দর্শক হয়ে আছে ,
মানবতাবাদী বিদ্রোহী সুশীল সমাজ হিমাঘরে রয়েছে ।
নাফ নদীতে ভাসমান লাশ বলছে –
পৃথিবী হতে রোহিঙ্গা নয় বরং মনুষ্যত্বের মৃত্যু হচ্ছে ।
চির বিদায় রোহিঙ্গা ; ওপারে বিদায় সভ্যতা ,
চির বিদায় মিয়ানমার ; ওপারে বিদায় মনুষ্যত্ব !

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G