লঙ্কাকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৯, ২০২২ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। কিন্ত কপাল খারাপ বলেই বৃষ্টির খপ্পরে পড়ে একটি পয়েন্ট ভাগ করতে হয়েছে। তা নয় তো আজ নিজেদের তৃতীয় ম্যাচে ২ পয়েন্ট সহ ৬ পয়েন্ট লেখা হতো নিউজিল্যান্ডের পাশে। বৃস্টির জ্বালাটা যেন লঙ্কানদের উপর দিয়েই মিটিয়ে নিল নিউজিল্যান্ড। ৬ বলনা খেলেই অলআউট করে লঙ্কাকে। জয় তুলে নেয় ৬৫ রানে। ৩ ম্যাচে সংগ্রহ ৫ পয়েন্ট।

আজ সিডনির উইকেটে টস জিতে আগে ব্যাট করমে নামে নিউজিল্যান্ড। এবং ২০ ওভার শেষ করে ৭ উইকেটে জমা করে ১৬৭ রান। লঙ্কান বোলাররা নিউজিল্যান্ডের মিডল অর্ডারে নামা গ্লেন ফিলিপসের ঝড়েই উড়ে গেছে। ৬৪ বলে ১০ বাউন্ডারি আর ৪ ছক্কায় টি২০ বিশ্বকাপে সেঞ্চুরির মালিক বনে গেলেন। এটা তার ক্যারিয়ারে দ্বিতীয় টি২০ সেঞ্চুরি। আর ২০২২ বিশ্বকাপেও ২য় সেঞ্চুরি।

১৬৮ রানের জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটাররা ঝড়ের মুখে পড়ে। ৫ রান তুলতেই ৩ উইকেট আর ৮ রানের মাথায় ৪ উইকেটের পতন ঘটে! টপ অর্ডারের তিন জনই শূণ্য রানে আউট! শেষ দিকে ৮ উইকেটে স্কোর ছিল ৯৩। ৭৫ রান দরকার ছিল ২২ বলে! ১৯.২ ওভারে অলআউট ১০২। ৬৫ রানে হার।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G