লটারিতে লঞ্চের টিকিট!

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

নিজও

lonchঈদে নাড়ির টানে বাড়ি ফেরায় দক্ষিণাঞ্চলবাসীর এবার বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে লঞ্চ মালিকরা। এবার ঢাকা-বরিশাল রুটের লঞ্চের টিকিট পাওয়া যাবে বরিশাল থেকে। তাও আবার লটারিতে!

রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা নিরবিচ্ছিন্ন ও নিরাপদ করবে কী, উল্টো ভোগান্তির এমন ব্যবস্থা চালু করেছে লঞ্চ কর্তৃপক্ষ। যাত্রীবাহী লঞ্চগুলোর মধ্যে অন্যতম সুরভী, সুন্দরবন ও পারাবাত। এ তিন লঞ্চ পরিবহনের সিটের জন্য বরিশালগামী যাত্রীরা উন্মুখ হয়ে থাকেন।

কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের টিকিট বিক্রির এ পদ্ধতিকে অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারির পায়তারা মনে করছেন সাধারণ যাত্রীরা।

সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশালগামী লঞ্চ সুরভী-৮ এ সরেজমিনে ঈদের টিকিট বুকিংয়ের কথা জানতে চাইলে, তারা বরিশাল অফিসে যোগাযোগ করতে বলেন। বরিশাল অফিসে যোগাযোগ করা হলে, অফিসে গিয়ে আসনের জন্য লিখিত আকারে চাহিদার পরিমাণ জানাতে বলা হয়। একই সঙ্গে আজই টিকিট বুকিংয়ের শেষ দিন বলেও জানান তারা।

ঢাকা থেকে টিকিট না পাওয়ার বিষয়টি জানা নেই অধিকাংশ যাত্রীর। তাই ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
এদিকে, বরিশালের সুন্দরবন লঞ্চের অফিসে যোগাযোগ করা হলে টিকিট বুকিং শেষ বলে জানানো হয়। তাহলে কিভাবে টিকিট পাওয়া যাবে জানতে চাইলে বলা হয়, এখন আর সম্ভব না। পরে কেউ বাতিল করলে পাওয়া যেতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে বরিশালগামী লঞ্চের টিকিট সাধারণ যাত্রীরা পায় না বললেই চলে। টিকিটের জন্য যোগাযোগ করা হলে, নেই, বুকিং শেষ বলে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়। লঞ্চ কর্তৃপক্ষ তাদের পরিচিত ও নিজেদের নাম দিয়ে টিকিট বুকিং দিয়ে রাখে। পরে সেগুলো কালোবাজারে চড়া দামে বিক্রি করা হয়।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G