লতিফ সিদ্দিকী ৬ মামলায় জামিন

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Latif1অবশেষে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ছয়টি মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

মঙ্গলবার দুপুরে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাকে অন্তবর্তীকালীন এই জামিন দেন।

লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানী করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে জামিন আবেদনের বিপক্ষে শুনানী করেন এ্যাডভোকেট আবেদ রাজা।

হজ্জ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে বিরুপ মন্তব্য ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি এ মামলাগুলো দায়ের করেন। এছাড়া সারাদেশের বিভিন্ন আদালতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ভারত থেকে দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেফতার দাবি করে। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G