লাদেনের মৃত্যুসনদ নিয়েছেন ছেলে

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

121121_osama_bin_laden_ap_605জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে মার্কিন দূতাবাস থেকে বাবার মৃত্যুসনদ নিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তিনি ওই মৃত্যুসনদ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের নথি ফাঁসের জন্য আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন ও সৌদি আরব সংশ্লিষ্ট এক নথিতে এই বিষয়টি জানা গেছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডয়ার প্রতিবেদনে বলা হয়, সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী ও এবং বিচার-বিষয়কমন্ত্রীকে পাঠানো যুক্তরাষ্ট্রের নথিতে মার্কিন দূতবাস থেকে ওসামার ছেলের মৃত্যুসনদ তোলার বিষয়টি ছিল।

সৌদি আরবের অন্তত পাঁচ লাখ কূটনৈতিক নথি ফাঁস করবে উইকিলিকস। এর মধ্যে ৬০ হাজার নথিই উইকিলিকসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যার বেশির ভাগ আরবিতে লেখা।

এক বিবৃতিতে উইকিলিকস জানায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয় চাওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এসব নথি ফাঁস করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G