লিবিয়ার উপকূল থেকে অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
লিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশী অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে ইটালির কোস্ট গার্ড বলছে, এটা সমুদ্র থেকে উদ্ধারের অন্যতম একটি বৃহত্তম ঘটনা । শনিবারের এই উদ্ধার অভিযানে ইটালিয়ান নেভির দুটি জাহাজ যুক্ত ছিল।
দুটি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যস্ততম জলপথ।
এই পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর দু হাজারের উপর মানুষ মারা গেছে।
প্রতিক্ষণ/এডি/এমএস