কখনও তৈলাক্ত ত্বক, কখনও শুষ্ক চুল, কখনও বা নখ ভেঙে যাওয়া। মৌসুম বদলের সময় ত্বক ও চুলের নানা রকম সমস্যায় ভুগি আমরা। স্যালুনে গিয়ে স্পা করে বা বাড়িতেই বিভিন্ন রকম প্যাক বা মাস্ক ব্যবহার করে চুল, ত্বকের সমস্যার সমাধান করি আমরা।
তবে জানেন কি এই সব সমস্যায় দারুণ কাজ করে লেবুর রস? শুধু মাত্র লেবুর রস দিয়েই সমাধান করে ফেলতে এই সব সমস্যার।
ব্ল্যাকহেডস: যদি ত্বকে ব্ল্যাকহেডসের সমস্যা থাকে তাহলে অর্ধেক লেবু ১০ মিনিট ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
ত্বকের কালো ছোপ: রোদে পোড়া দাগ বা ত্বকের যে কোনও কালো দাগ, ছোপ তুলতে সাহায্য করে লেবুর রস।
দাঁত: বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলুদ ছোপ উঠে যাবে।
চুল: হেয়ার কন্ডিশনারের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। চুলে গালিয়ে আঁচড়ে নিন। কয়েক ঘণ্টা রোদে বসে পানি দিয়ে ধুয়ে নিন চুল। এতে চুল নরম ও চকচকে হবে।
তৈলাক্ত ত্বক: যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যা ভোগেন তাহলে লেবুর রসে তুলো ভিজিয়ে রাতে শোওয়ার আগে সারা মুখে লাগিয়ে নিন।সকালে উঠে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বক অতিরিক্ত তৈলাক্ত লাগবে না দেখতে।
নখ: কখনও নখে হলুদ ছোপ পড়ে, আবার কখনও ভঙ্গুর হয়ে যায়। অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নখে লাগান। হলুদ ছোপ উঠে যাবে।
প্রতিক্ষণ/এডি/তাজিন