শওকতকে ৮০ দিনের রিমান্ডের আবেদন

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

sowkatগতকাল ঢাকার সিএমএম আদালতে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায়  আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আরও আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাংবাদিক শওকত মাহমুদকে ৮০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পল্টন থানার পাঁচ মামলায় এবং মতিঝিল থানার তিন মামলায় তদন্তকারী কর্মকর্তারা এই রিমান্ড চেয়ে আবেদন করেন। সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে। শওকত মাহমুদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকের পর যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯শে আগস্ট আদালতে হাজির করে রমনা থানার মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। শনিবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G