শনিবার কূটনীতিকদের সাথে রওশন এরশাদের বৈঠক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rowsan ersadদেশের চলমান সহিংসতাময় পরিস্থিতিতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে শনিবার সন্ধ্যার পর কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৃহস্পতিবার বিকেলে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিরোধীদলের নেতার পক্ষ থেকে সন্ধ্যার মধ্যে জাতীয় পার্টির সকল সংসদ সদস্যকে হোটেল ওয়েস্টিনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সংসদে সংরক্ষিত আসনসহ জাতীয় পার্টির ৪০ জন সদস্য রয়েছে।

জাপা সূত্রে জানা গেছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান ও সম্প্রতি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক কাভারেজ পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সারা বিশ্বের গণমাধ্যমে খালেদা জিয়াকে বিরোধীদলের নেতা হিসেবে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হন এরশাদ ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, যেখানে দেশের ও বিদেশের মিডিয়ায় খবর আসবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে পারছে না। সেখানে খবর আসছে খালেদার কার্যালয়ে ১৯ ঘণ্টা বিদ্যুৎ নেই।

সূত্রের তথ্য মতে, কূটনীতিকদের সঙ্গে মূলত বিরোধীদল হিসেবে জাতীয় পার্টির অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন রওশন এরশাদ। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও এ সময় উপস্থিত থাকবেন।

প্রতিক্ষণ /এডি/খাদেম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G