শনিবারে দাফন করা হবে শিল্পী লাকী আখন্দকে

প্রথম প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৭ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

কিংবদন্তী সঙ্গীত শিল্পী লাকী আখন্দকে আগামীকাল শনিবার রাজধানীর আজিমপুর কররস্তানে দাফন করা হবে বললেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে  রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জানিয়েছেন তাঁর ভাতিজা রিফাত।

যদিও মৃত্যুর আগে লাখী আখন্দকে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটি নিজেই পরিবারকে জানিয়ে গিয়েছিলেন তিনি। এমনটাই বলেছেন শিল্পী লাকী আখন্দের ভাতিজা রিফাত।

রিফাত বলেন, আজিমপুর কবরস্থানে সমাহিত করার আগে বেলা ১১ টায় চাচ্চুর (লাকী আখন্দ) জানাজা অনুষ্ঠিত হবে তাঁর বাসা সংলগ্ন আরমানিটোলা মাঠে। এরপর তাঁকে দাফন করা হবে আজিমপুরে।

উল্লেখ্য, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত লাকী আখন্দ শুক্রবার (২১ এপ্রিল) মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। বাংলাদেশ হারালো একজন অসম্ভব গুণী শিল্পীকে। 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G