শপথ নিলেন কেজরিওয়াল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

ডেস্করিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

Kejriwal_bg_677291309শনিবার দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানে হাজার হাজার সমর্থকের সামনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রিসভা।

দিল্লির লেফট্যানান্ট গভর্নর নাজিব জং কেজরিওয়াল ও তার মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় দেয়া ভাষণে দিল্লির শাসন পরিচালনার ক্ষেত্রে নিজের পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন কেজরিওয়াল।
শপথ গ্রহণের পর নিজের বক্তৃতায় অরবিন্দ বলেন, “আমি আমার দলের কাছে আবেদন করেছি আমরা কখনোই অহংকারী হব না। আমরা এখানে সেবা করার জন্য এসেছি।“

“আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা কখনোই ঘুষ চাইবো বা দেব না।“
অরবিন্দ আরো বলেন, তিনি ও তার মন্ত্রীরা তাদের পূর্বসূরীদের মতো দিল্লির প্রাণকেন্দ্রে সবুজলনের বিলাসবহুল বাংলোগুলো নেবেন না।

সম্প্রতি হয়ে যাওয়া দিল্লির বিধান সভা নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬৭ আসন আসনেই জয়লাভ করে। নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে বিরামহীন লড়াই এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় সেবার মূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মন জিতে নেন কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দিল্লির গৃহ, বিদ্যুৎ, এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন কেজরিওয়াল। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী মনিষ সিসোদিয়া। পাশাপাশি নগর উন্নয়ন, পূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয় সামলাবেন তিনি।

সাত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় নতুন মুখ চারটি। তাদের মধ্যে গোপাল রায় সামলাবেন পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়।

নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সন্দ্বীপ কুমার। অপরদিকে জিতেন্দ্র তোমার দেখভাল করবেন আইন মন্ত্রণালয়। খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের দেখভাল করবেন আসিম আহমেদ খান।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে উল্লসিত আম আদমি পার্টির সমর্থকরা রামলীলা ময়দানে হাজির হতে থাকনে। তাদের কারও কারও হাতে ছিলো জাতীয় পতাকা ও দলীয় পতাকা। কারও হাতে শোভা পাচ্ছিলো অরবিন্দ কেজরিওয়ালের ছবি ও দলীয় প্রতীক ঝাড়ু।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G