শরণার্থী শিবিরে সংঘর্ষে আহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির ক্যাসেল নগরীতে রোববার এক শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে। খবর- বার্তা সংস্থা ডিপিএ`র।
জানা যায়, নগরীর উপকণ্ঠে এ সহিংসতার ঘটনা ঘটে। তাঁবু দিয়ে নির্মিত এই শরণার্থী শিবিরটিতে প্রায় ১৫০০ শরণার্থী অবস্থান করছেন। এরা ২০টি দেশ থেকে এসেছেন।
পুলিশের বরাত দিয়ে ডিপিএ জানায়, দুপুরের খাবারের সময় দুই শরণার্থীর মধ্যে প্রথম সংঘর্ষটি বাঁধে। বেশ কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে আলবেনিয় ও পাকিস্তানি দুটি বড় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সন্ধ্যায় আরো এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭০ শরণার্থীর একটি দলের সঙ্গে প্রায় ৩০০ শরণার্থীর একটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রতিক্ষণ/এডি/এনজে