শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

21022014_006_PRESIDENT_PRIME_MINISTERকেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের পরপরই সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন নায়ক দেব, প্রসেনজিৎ, নচিকেতাসহ সফরসঙ্গীরা। এসময় আরো শ্রদ্ধা জানান ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরে পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকরা শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।

এর পর থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ইতিমধ্যেই এই মাঝরাতেও শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

প্রতিক্ষণ/এডি/নাফিস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G