বিশ্বকাপ টি২০ আসরে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলতে নেমে জিম্বাবুরের বিপক্ষে ত্রাহি-ত্রাহি অবস্থা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৩২ রানেই হারিয়ে বসে সৌম্য আর লিটনের মতো টড অর্ডার।
কিন্তু অপর প্রান্ত ধরে রেখেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। করলেন ফিফটি, এটা নিজের প্রথম আর দলের এ আসরে প্রথম ফিফটি! ৩ ম্যাচ খেলা বাংলাদেশের কোন ব্যাটার বিশ্বকাপ আর ফিফটি আদায় করতে পারেনি। এতেই দলের ব্যাটিংংয়ে করুণ দশার চিত্র ফুঁটি উঠে।
অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে টি২০ ম্যাচে বাংলাদেশ আজ জিম্বাবুয়ের বিপক্ষে সংগ্রহ করে ১৫০/৭। তাতে টড অর্ডারে শান্ত ভূমিকা ছিল উল্লেখ করার মতো। ১৫তম টি২০ ম্যাচ খেলতে নামা শান্ত খেললেন নিজের ক্যারিয়ারে ১ম ফিফটির ইনিংস। দল যখন বড় স্কোরের খোঁজে তখন শান্ত-আফিফের জুটিতে ভর নিয়ে ১৪.৩ ওভারে আসে দলীয় শত রান। ১৬তম ওভারে ৬ বলেই আসে ১৭ রান! তাতে শান্তর ব্যাট থেকে ১ ছয় আর ২ বার!
ওপেন করতে নেমে ১৬.২ ওভার অবদি খেললেন শান্ত। আউট হলেন ৫৫ বলে ৭১ রানে তাতে ছিল ১টি ছক্কা আর ৭টি বাউন্ডারির মার।
দলের কঠিন পরিস্থিতিতে শান্ত মাথা ঠান্ডা রেখে খেলেছেন শান্ত। ৫টি বাউন্ডারি দিয়ে ৪৫ বলে করলেন নিজের প্রথম ফিফটি। ১৫ ম্যাচে শান্তর নামে পাশে যোগ হয়েছে মোট ৩০৯ রান।