শিক্ষকদের দাস করা হচ্ছে

প্রথম প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি:

RUবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিন দিন কর্পোরেট দাস করে তোলা হচ্ছে। আর অসঙ্গতিপূর্ণ বেতন-ভাতার কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি’র) টুকিটাকি চত্বরে আয়োজিত সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, শিক্ষকদের বেতন কম হওয়ায় তারা বিভিন্ন ধরণের সান্ধ্যকালীন মাস্টার্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নিতে বাধ্য হচ্ছেন। সমাবেশ থেকে প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের জোরালো দাবি তোলা হয়।

বক্তারা শিক্ষাখাতে বাজেটের কথা উল্লেখ করে বলেন, গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইশো ১৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে গবেষণা খাতে রয়েছে দুই কোটি। এই পরিমাণ টাকা প্রয়োজনের তুলনায় অনেক কম উল্লেখ করে শিক্ষাখাতে বাজেট আরো বাড়ানোর দাবী করেন তারা।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G