শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
খানসামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (পিইও) আবদুস সালাম খানসামা উপজেলার ১৪২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার সামগ্রী ক্রয় বাবাদ প্রতিটি স্কুলের জন্য পি,ই,ডি,পি-৩ এর বরাদ্দকৃত ৫ হাজার টাকা হারে বরাদ্দ হয় এবং গত জুন ২০১৫ ইং তারিখের মধ্যে প্রতিটি বিদ্যালয়ের একাউন্টে রেজিষ্টারের মাধ্যমে টাকা বিতরন করার কথা থাকলেও তিনি তা করেন নাই বলে অভিযোগ করেছেন অধিকাংশ প্রধান শিক্ষক।
আবদুস সালাম দুটি চেকের মাধ্যমে এবং পিইডিপি-৩ ফান্ডের ২০১৪-১৫ অর্থবছরের ৫০ হাজার টাকা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে সামগ্রী বিতরণ না করে উত্তোলন করে আত্মসাৎ করেন। আত্মসাতকৃত টাকার মধ্যে প্রতি স্কুলকে ৫ হাজার টাকা দেয়ার কথা এবং তা জুন মাসের মধ্যে।
৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার ২০১৩-১৪ অর্থ বছররে খাতা প্রায় ৫০ মন নিলাম প্রক্রিয়া ছাড়াই নিজের ইচ্ছে মতো বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে বিষয়টি অবহিত করা হলে তিনি দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হককে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেন।
প্রতিক্ষণ/এডি/এমএস