শিক্ষামন্ত্রীকে বিএনপির ধন্যবাদ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
একাদশ শ্রেণীর ভর্তি বিরম্বনা নিয়ে ক্ষমা চাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।আইন প্রয়োগকারী সংস্থার প্রধানকে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থেকে আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছে দলটি।
দুপুরে নয়াপল্টনে ড. আসাদুজ্জামান রিপন তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তাতে পুলিশ প্রধান একে এম শহীদুল হকের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুলিশকে অভিযুক্ত করে বক্তব্য দেন। বিএনপি নেত্রীর পুলিশ নিয়ে অভিযোগের পর পুলিশ প্রধান খালেদা জিয়ার বক্তব্যকে ‘ দুঃখজনক’ উল্লেখ করেন। বিএনপি প্রধানকে বক্তব্য দেয়ার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার কথা বলেন।
ড. রিপন বলেন, ‘এ কথা বলে তিনি কি ইঙ্গিত করেছেন জানি না। তবে আমাদের দলের অবস্থান হচ্ছে, আন্দোলনের সময়ে সৃষ্ট নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, ‘পুলিশ বাহিনী কি শুধু আওয়ামী লীগের? প্রত্যাশা করি, বাহিনীর ভাবমুর্তির স্বার্থে সংবেদনশীল এবং সংযম প্রদর্শণ করবেন। রাজনীতিবিদদের মতো কথা বলা তাদের দায়িত্ব নয়।’
শিক্ষা খাতে হযবরল চলছে মন্তব্য করে রিপন জানান,‘বিনা ভোটের মন্ত্রী হওয়ার কারণে তারা সচিবদের প্রতি তাদেও আইনানুগ কর্তৃত্ব প্রয়োগ করতে পারছেন না। সে কারণে মন্ত্রীর সামনে সচিব ছক্কা মারার কথা বলছে। এই ধরনের বক্তব্য সরকারি চাকরির বিধিবিধানের মধ্যে পড়ে না। এর মাধ্যমে বোঝা যায় প্রশাসনিক বিশৃঙ্খলা কোনো জায়গায় উপনীত হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে খেলতে কোন সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে কিনা। তাকে এ অধিকার কে দিয়েছে। এ সময়ে তিনি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে এ বিশৃঙ্খলা সৃষ্টির কথা স্বীকার করে ক্ষমা চাওয়ায় ধন্যবাদ জানান।
প্রতিক্ষণ/এডি/জুয়েল