শিবগঞ্জ আস্তানা থেকে নারী ও শিশু উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও শিশুকে বের করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বেলা ৫টার দিকে হলুদ শাড়ি পরা এক নারীকে এবং এর ২০ মিনিট পর শিশুটিকে বের করে আলাদা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

তারা দু’জনই জীবিত বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা।

উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ঐ একতলা বাড়িতে মাস তিনেক ধরে রফিকুল আলম আবু (৩০) নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতেন বলে ধারণা পুলিশের।

তাছাড়া সকালে শেষবারের মতো তাদের আত্মসমর্পণ করতে বলার ঘণ্টাখানেকের মধ্যে একটি বোমা ‘নিষ্ক্রিয়’ করা হয় সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানায়।

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী এখনও বাড়ির ভেতরে ঢোকেনি। তবে বাড়ির ফটকে একটা বোমা পাওয়ার পর সেটা নিষ্ক্রিয় করা হয়েছে।”

এদিকে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া অপারেশন ঈগল হান্টের দ্বিতীয় দিন চলছে। বুধবার রাতে স্থগিত হওয়া অভিযান শুরু হয় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার থেকে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G