শিল্পকলা একাডেমীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

binodon-sm20131229163526বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি একাডেমী প্রাঙ্গণ ‘নন্দনমঞ্চে’ প্রতিদিন সন্ধ্যা ৬টায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে সমীর কাওয়াল ও তার দল এর পরিবেশনায় কাওয়ালী সঙ্গীত। একক সংগীত পরিবেশন করবেন শাকিলা জাফর, দিনাত জাহান মুন্নী, সায়ান ও সুবীর নন্দী। নৃত্যাঞ্চলের পরিবেশনায় থাকবে নৃত্যানুষ্ঠান। শেষের দিন থাকবে জলের গান ব্যান্ড দলের পরিবেশনা। এ ছাড়া জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে থাকবে একাডেমীর ৪১ বছরের তথ্যভিত্তিক প্রদর্শনী।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G