বিনোদন প্রতিনিধি
কাতার বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ নেই, আর থাকারও কোন সুযোগ নেই। কিন্তু প্রতি বার বিশ্বকাপ ফুটবল আসর মানেই যেন বাংলাদেশে এক মাসের বিশেষ আনন্দ। কে মেসি আর কে নেইমারের সমর্থক সেটা নিয়েই চলে আলোচনা। সঙ্গে দুই দলের তারকা আর দলের সম্ভাবণা নিয়ে তর্ক তো মাসব্যাপী নিত্যদিনের গল্প হয়ে যায়।
বাংলাদেশের ফুটবলে মেসি-নেইমার কতটা জনপ্রিয় তা বলার দরকার হয় না। পুরো বাংলাদেশের চেহারাই পাল্টে যায় নেইমার আর মেসির পোষ্টারে। রাস্তায় দুই দলের পতাকায় ছেয়ে গেছে, এমনকি রিকসাওয়ালা তার রিকসা সাঁজিয়েছেন মেসি দলের পতাকায়।
পিছিয়ে নেই কন্ঠ শিল্পিরাও, ইটিভিতে আসছে বিশেষ গান, এবার জানা গেছে ২০ নভেম্বর ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে নতুন একটি গান সামনে এনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
‘গো মেসি’ শিরোনামে গানটি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কণা বলেন, ছোট থেকেই আমরা আর্জেন্টিনা করি। মেসি সবার প্রিয়, আমারও। গানটির জন্য যখন আমাকে বলা হয়, কম্পোজ করে পাঠানো হয়, তখন গানটি আমার ভালো লাগে।’
তিনি আরো বলেন, গানটি নিয়ে প্রচুর সাড়া পাচ্ছি। আমার ফ্যান যারা ব্রাজিলের সাপোর্টার তারাও গানটি পছন্দ করে বলছেন, ‘আপু এবার ব্রাজিলের জন্যও একটি গান করেন’।
এবারের বিশ্বকাপ নিয়ে কণা বলেন, বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। যখন কেউ জিজ্ঞেস করে আর্জেন্টিনা না-কি ব্রাজিল। তখন বলি আর্জেন্টিনা। সবাইকে এক জায়গায় একসঙ্গে দেখা যায়। আমি এটি খুব এনজয় করি।
‘গো মেসি’ গানের কথা ও সুর করেছেন সবুজ তালুকদার, সংগীত আয়োজনে ছিলেন জেগান টিজেপি। ৪ মিনিট ২৭ সেকেন্ডের এ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে ১১ নভেম্বর।