প্রতিক্ষণ ডেস্কঃ
চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার।
শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা শাকিব খান জানান, প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা উপস্থিত থাকবেন। তিনি জানান, একটু ভিন্ন আঙ্গিকে এ আয়োজনটি সাজানো হয়েছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, বিকেল সাড়ে ৩টায় এফডিসির ঝর্ণাস্পটে শুরু হবে অনুষ্ঠান।এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী ভিশন।
অন্যদিকে শুক্রবার (২৪ জুন) চলচ্চিত্র পরিচালক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এফডিসির জহির রায়হান কালার ল্যাবের আয়োজনে উপস্থিত ছিলেন নবীন-প্রবীন চলচ্চিত্র নির্মাতারা।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া