শিশুদের সুরক্ষায় স্মার্ট এলার্ম ঘড়ি

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

cam 01এবার শিশুদের জন্য স্মার্ট এলার্ম ঘড়ি নিয়ে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান আরবান হেলো। দেখতে অনেকটা ফানি মুখের আদৌলে তৈরী রেমি নামের এই ঘড়িটিকে স্মার্টফোনের সাহায্যে দূরবর্তী যেকোন স্থান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ঘড়িটির মাধ্যমে শিশুকে গল্প শোনানোর পাশাপাশি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যাবে তাদের ঘুম।

ঘড়িটিতে রয়েছে একটি স্পিকার। এর মাধ্যমে শোনা যাবে মিউজিক ও গল্প। এতে সহজেই ঘুমিয়ে পড়তে পারবে শিশুরা । অন্যদিকে, শিশুটি যদি হঠাৎ জেগে উঠলে তার কান্নার শব্দটি মনিটরের সাহায্যে পৌঁছে যাবে আপনার কাছে।

শিশুদের যত্নে  অভিভাবকদের সহায়তায় ঘড়িটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, মনে করছে এর নির্মাতা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এই স্মার্ট এলার্ম ঘড়িটি ক্রয়ে আপনাকে গুণতে হবে ৬৯ ডলার।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G