শীতলক্ষ্যায় ট্রলারডুবি: শিশুসহ নিহত ৩

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

trolarগাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহ জেলার নবগঠিত পাগলা থানার সংযোগস্থল শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনীতে ট্রলার ডুবিতে ৩ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরিরা।

নিহতদের একজন মহিলা ও বাকি ২ জন শিশু।  নিহত মহিলার নাম আসমা বেগম (৩২)। তিনি পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী বলে জানা গেছে।

নিহত শিশু দুটির পরিচয় জানা যায়নি। কাওরাইদের জুয়েলের শিশু সন্তান ও পাগলার ততলীর ইসমাইলের স্ত্রী মজিদাসহ আরো ৫ জন এখনো নিখোঁজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুরের বরমী বাজার থেকে একটি ট্রলার যাত্রী বোঝাই করে ত্রিমোহনীর দিকে যাওয়ার পথে  ত্রিমোহনী থেকে বরমীগামী অপর একটি ট্রলারের সঙ্গে শীতলক্ষ্যার মোহনায় মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ত্রিমোহনীগামী ট্রলারটি ডুবে যায়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিআইও-১) মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয়ভাবে ট্রলার দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/নিজাম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G