শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, নিখোঁজ শিশুদের সন্ধান চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

troller_bg_492912630নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে মালবাহী ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় সাড়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত নিখোঁজ দুই শিশুর কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের  উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নিখোঁজ শিশুদের না পাওয়ায় স্বজনরা গগনবিদারী আর্তনাদে ফেটে পড়ে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠে মদনগঞ্জের শীতলক্ষ্যার পূর্ব পাড়ের পরিবেশ।
দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
এর আগে শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার কয়লাঘাট নামক স্থানে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে সুমাইয়া (৮) ও ফাহিম (৩) নামের দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হন। পুলিশ মালবাহী ট্রলারটি আটক করেছে। তবে পালিয়ে গেছে এর চালক ও হেলপার।
নিখোঁজ সুমাইয়া কুমিল্লা জেলার মেঘনা এলাকার তারেক এর মেয়ে এবং ফাহিম একই এলাকার দুলালের ছেলে।

প্রতিক্ষণ/এডি/বেলাল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G