শীত ফ্যাশনে ব্লেজার

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

blazer_4শীতের পোশাকের কথা চিন্তা করলেই আমাদের প্রথমেই যা মনে হয় সেটি হচ্ছে, পোশাকটি হয়তো হবে চাদর বা স্যুয়েটার বা হুডি। কিন্তু আজকাল শীতের পোশাকের ফ্যাশনে অনেক নতুনত্ব যুক্ত হয়েছে। ব্লেজারের কথাই ধরুন। যুগের সঙ্গে তাল মিলিয়ে অফিসিয়াল পোশাকের গণ্ডি পেরিয়ে ফ্যাশন সচেতনদের পছন্দের পোশাকের জায়গা দখল করেছে কোট বা ব্লেজার।

তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী ভিন্নতা এসেছে এর ডিজাইনে। ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজারে ছেয়ে আছে রাজধানীর তৈরি পোশাকের দোকানগুলো। খরচ একটু বেশি হলেও চাহিদার কমতি নেই দর্জি দোকানগুলোতে। প্রিয় তারকাদের পরা ব্লেজারের ডিজাইন অনুযায়ী ব্লেজার বানাতে অনেকেই বায়না ধরছেন দোকানগুলোতে।

তবে হাল ফ্যাশনের রেডিমেইড ব্লেজার কিনতে চাইলে যেতে হবে আর্টিস্টি, ক্যাটস আই, ফ্রিল্যান্ড, এক্সটেসি ইত্যাদি দোকানগুলোতে।

ক্যাটস আইয়ের ডিজাইনার সাদেক কুদ্দুস বলেন, “এবারের শীত ফ্যাশনে টু বাটন কটন ব্লেজারের চাইদা ছিল সবচাইতে বেশি। দাম ৬ হাজার থেকে ৬ হাজার পাঁচশ’ টাকা। এছাড়াও ফরমাল ডিজাইনের শুধু ব্লেজারগুলো পাওয়া যাবে ৬ হাজার টাকায়।” তিনি আরও জানান, একই কাপড়ের ব্লেজার ও প্যান্ট বা কমপ্লিট পাওয়া যাচ্ছে ৭ হাজার থেকে ৯ হাজার টাকায়।

কাপড় কিনে পছন্দের ডিজাইনের ব্লেজার বা কমপ্লিট বানাতে চাইলে যেতে হবে রাজধানীর এলিফ্যান্ট রোড কিংবা রমনা ভবনে। দর্জির দোকানে কোট বানানোর খুঁটিনাটি জানালেন এলিফ্যান্ট রোডের ফপ’স-এর মাস্টার মজিবুর দেওয়ান। তার মতে, ব্লেজারের কাপড় যাচাই-বাছাই করার অভিজ্ঞতা না থাকলে একদরের দোকানগুলো থেকেই কাপড় কেনা ভালো।

তিনি বলেন, “৩ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা দামের কাপড় আছে আমাদের সংগ্রহে। এগুলোর মধ্যে চীনা ও ভারতীয় কাপড়ই বেশি। এছাড়া ইতালি, ইংল্যান্ড ও অন্যান্য দেশের ব্র্যান্ডের কাপড়ও পাওয়া যাবে এখানে।” তবে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকার কাপড় কেনার ক্ষেত্রেই বেশি জোর দিলেন মজিবুর দেওয়ান।

ঢাকার দর্জির দোকানগুলোর মধ্যে ফিট এলিগেন্স, ফপ’স, ফেরদৌস, সানমুন, রেমন্ড, টপটেন এসব দোকানগুলোর হাতের কাজ ভালো, জানালেন মজিবুর। ব্লেজার বানানোর মজুরি গুনতে হবে ৩ হাজার পাঁচশ’ থেকে ৮ হাজার টাকা। কাজের মান ও জনপ্রিয়তা উপর ভিত্তি করে মজুরি কম বেশি হতে পারে।

winterফপ’স-এ সিঙ্গেল ব্লেজারের মজুরি ৪ হাজার টাকা, টু পিস কমপ্লিটের মজুরি ৪ হাজার পাঁচশ’ টাকা আর তিন পিস কমপ্লিট বানাতে লাগবে ৬ হাজার টাকা। নিজস্ব ডিজাইনের বানাতে চাইলে বাড়তি ১ হাজার টাকা মজুরি দিতে হবে। এছাড়া ওভারকোট ও লঙ কোটের মজুরি ৫ হাজার এবং কোটি বানানোর মজুরি ১ হাজার সাতশ টাকা।

কলার বা পকেটের ডিজাইনের মধ্যে আছে পাইপিং, অ্যাঙ্গেল পকেট, রুল কলার, তালিপকেট ইত্যাদি ডিজাইনের ভিন্নতা। ওভার কোটের ডিজাইনের মধ্যে আছে শার্ট কলার, ওপেন কলার. স্যুট কলার ইত্যাদি। ক্যাটালগ দেখে পছন্দসই ডিজাইনটি বেছে নেওয়া যাবে।

স্বাভাবিক গড়নের একটি ব্লেজার বানাতে সাধারণত দুইগজ কাপড় লাগে। প্যান্টসহ বানালে সোয়া তিনগজ আর প্যান্ট ও কোটিসহ বানাতে কাপড় লাগবে চারগজ। ওভারকোট ও লঙ কোটে কাপড় লাগবে তিনগজ।

তুলনামূলক কমদামে ব্লেজার বা কমপ্লিট বানাতে চাইলে ঢুঁ দিতে পারেন রাজধানীর নীলক্ষেতের কাপড়ের দোকানগুলোতে। এখানে খোঁজ নিয়ে দেখা গেল চার থেকে পাঁচ হাজার টাকায় প্যান্টসহ ব্লেজার বানিয়ে নেওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G