শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ১৯ বার

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চেষ্টাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এখন পর্যন্ত অন্তত ১৯ বার হামলা চালানো হয়েছে তাকে হত্যা করার জন্য। এর মধ্যে ভয়াবহ হামলা ছিলো অন্তত আটবার।

এসব হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান তিনি।

শেখ হাসিনার উপর সেই ভয়াবহ আটটি ঘটনার কথা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল।

১. ১০ নভেম্বর, ১৯৮৭ সাল। স্বৈরাচারবিরোধী অবরোধ চলাকালে, সচিবালয়ের সামনে শেখ হাসিনার গাড়িতে বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। নিহত হন নূর হোসেন।

২. ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় যাওয়ার পথে, শেখ হাসিনার গাড়িবহরে নির্বিচার গুলি চালায় পুলিশ। নিহত হয় ২৪ জন, আহতের সংখ্যা দুইশতাধিক।

৩. ১৯৮৯ সাল। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি লক্ষ্য করে, গুলি ও গ্রেনেড ছোড়ে খুনি ফারুক-রশিদের ফ্রিডম পার্টির অস্ত্রধারীরা।

৪. ১৯৯৪ সাল। আন্দোলনের সময় ট্রেনমার্চে ঈশ্বরদীতে ট্রেনের বগি লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন শেখ হাসিনা।

৫. ২০০০ সালের ২০ জুলাই। গোপালগঞ্জের কোটালিপাড়ায়, শেখ হাসিনার জনসভার মাঠে বোমা পুঁতে রাখে জঙ্গিরা। ৭৬ কেজির ওই বোমা নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।

৬. ২০০১ সালের মে মাস। খুলনায় রূপসা সেতু উদ্বোধন করতে যাওয়ার আগেই, গোয়েন্দারা উদ্ধার করে পুঁতে রাখা শক্তিশালী বোমা।

৭. ৩০ আগস্ট, ২০০৩। সাতক্ষীরার কলারোয়ায় জনসভায় যাওয়ার পথে, শেখ হাসিনার গাড়িবহরে চালানো হয় গুলিবর্ষণ।

৮. ২০০৪ সালের একুশে আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে সবচেয়ে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সভানেত্রীকে রক্ষা করতে গিয়ে, প্রাণ হারান নারী নেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। পঙ্গুত্ব বরণ করতে হয় পাঁচশো নেতাকর্মীকে।

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G