জাহিদ বিন মনির
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা
নিতান্ত সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ…
ছোট গল্পের এর চেয়ে ভালো সংজ্ঞা আর দেয়া যায় না। তবে যদি উপমা দিতে যাই, তাহলে অনেক দূরে যেতে হবে। যাবেন নাকি?
প্রথমেই যেতে হবে সুদূর আমেরিকায়। আর্নেস্ট হোমিংওয়ে যেখানে জন্মেছিলেন। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটি নাকি তিনিই লিখেছিলেন। তবে এই বিষয়ে খানিকটা বিরোধ আছে। কেউ কেউ বলেন, তার লেখা গল্পটি একটা বিজ্ঞাপনের কথা বা সংলাপ ছিল।
হোমিংওয়ের গল্পটি ছিল এমনঃ “For sale. Baby shoes. Never worn.”
গল্পটির বাংলা অনুবাদ : “বিক্রি হবে। বাচ্চাদের জুতো। কখনোই ব্যবহৃত হয়নি।”
ব্যাখ্যাটা এরকম: একটা বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। আর এই ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি প্রকাশিত হলো।
এবার আসি ফ্রেডরিক ব্রাউনের নক (knock) গল্পের ব্যাপারে। মাত্র দুই বাক্যের এই গল্পকে অনেকেই বলেন ভূতের গল্প।
তিনি লিখেছিলেনঃ “The last man on Earth sat alone in a room. There was a knock on the door…”
গল্পটির বাংলা অনুবাদ : “পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন। হঠাৎ কে যেন তার দরজায় নক করল…।”
ভাবুন পৃথিবীর সর্বশেষ জীবিত মানুষটি একা একটা ঘরে বসে আছেন। কেউ একজন দরজায় নক করল। কে করল?
প্রতিক্ষণ/এডি/জেবিএম