শ্রমিকদের ঈদ বোনাস ২০ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

garmentsআগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গার্মেন্টস কারখানার শ্রমিকদের ঈদ-উল আযহার বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। একই সঙ্গে ঈদের ছুটি ঘোষণার সময় কারখানা মালিকরা চলতি মাসের (সেপ্টেম্বর) পনের দিনের বেতন দেবেন, এমন সিদ্ধান্তের কথাও জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ সভাকক্ষে অনুষ্ঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ এর বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপারসহ বিজিএমই, বিকেএএমই, কারখানার মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী চুন্নু বলেন, ‘শ্রমিকদের উৎসব ভাতা দেওয়ার বিধান আইনে নেই। কিন্তু ঈদে কি নিয়ে শ্রমিকরা বাড়ি ফিরবেন? আইনে না থাকলেও সব কিছু বিবেচনা করে আসন্ন ঈদ উপলক্ষে শ্রমিকদের উৎসব ভাতা দিতে মালিকদের অনুরোধ করেছি। বৈঠকে তারা বোনাস দিতে সম্মত হয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ঈদের আগে সেপ্টেম্বরের বেতন দেওয়ার নিয়ম নেই। তারপরও কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, চলতি মাসেই ঈদের ছুটির সময় ১৫ দিনের বেতন শ্রমিকদের দেওয়া হবে। তা ছাড়া যেসব প্রতিষ্ঠানের অবস্থা ভাল না, তারাও যেন শ্রমিকদের সঙ্গে সমঝোতা করে ১০ শতাংশ হোক যতটুকু সম্ভব বেতন দেবেন।’

ঈদে যাতায়াতের সুবিধার্থে পোশাক কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ২০ সেপ্টেম্বরের পর থেকে পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘আমাদের শ্রমিকরা বাড়িতে গিয়ে ভাল ও সুন্দর পরিবেশে যেন ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য এ ব্যবস্থা।’

ঈদের সময় পোশাক কারখানাসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে যেন শ্রমিক বিক্ষোভ না হয়, সবকিছু তদারকির জন্য ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ টিম গঠন করে সরকার। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G