শ্রমিকরাই দেশের চালিকা শক্তি

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শ্রমিকরাই দেশের চালিকা শক্তি। এ দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে সম্মান অর্জনে বড় হাতিয়ার শ্রমজীবি শ্রমিকরা। যারা শ্রমিকদের সম্মান করতে যানে তারাই প্রকৃত মানুষ।

সোমবার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মে দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তরা বলেন, যারা শ্রমিকদের জন্য অধিকার রক্ষায় ত্যাগ করে গেছেন তাদের সারা বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে।

মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী গুইমারা ও জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।

গুইমারার বিভিন্ন শ্রমজীবি, পেশাজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ নেয়।

গুইমারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুভাষ দত্তর সভাপতিত্বে র‌্যালী শেষে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, দপ্তর সম্পাদক রামপ্রুচাই চৌধুরী,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী রুবেল, পরিবহণ শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G