শ্রেণী কক্ষে রোবট এখন ছাত্র
আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
যুক্তরাষ্ট্রের পেনিসেলভিনিয়ার একটি স্কুলে এক অনুপস্থিত ছাত্রের প্রক্সি দেয় একটি রোবট।
পেনিসেলভেনিয়ার কমোডোর পেরি হাই স্কুলে নিত্যনৈমেত্তিক এই ঘটনা।দুর্ঘটনায় পা হারানো কোল ফ্রিটজ চায়নি তার শারীরিক অসুস্থতার কারণে পড়ালেখায় পিছিয়ে যেতে।তাই প্রতিদিনের ক্লাসে অংশ নিতে এই অভিনব পন্থাকেই বেছে নিয়েছে সে।
সকাল হতেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে হাইস্কুল প্রাঙ্গণ। এরইমধ্যে সবাইকে বিস্মিত করে হাজির হয় একটি রোবট ছাত্র। ভিডিওস্ক্রিনে স্কুলছাত্র কোল ফ্রিটজের ছবি সেই বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়ে দেয়।
সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যাওয়ার কারণে তার পরিবর্তে শ্রেণীকক্ষে জায়গা করে নিয়েছে এই এক চাকাওয়ালা রোবট। আর রোবটের সঙ্গে সংযুক্ত ট্যাবলেটের ওয়েবক্যামের মাধ্যমে ঘরে বসেই ল্যাপটপের স্ক্রিন দেখে ক্লাস সেরে নেয় ফ্রিটজ।
স্কুলে না এসেও এখানকার সব কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পেরে সে আনন্দিত।
সহপাঠী ও শিক্ষকরাও ফ্রিটজের এই একাগ্রতা দেখে তাকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। ফ্রিটজকে দেখে স্কুলের অন্যান্য ছাত্ররাও অনুপ্রাণিত হবে এমনটাই আশা তাদের।
স্কুল ছাত্র কোল ফ্রিটজ বলেন, জীবনের নেতিবাচক বিষয়গুলোকে জয় করতে এমনই কিছু শুরু করতে হয়। আমি বাধাবিপত্তিকে গুরুত্ব না দিয়ে কিভাবে তা থেকে বেরিয়ে আসা যায় সেটাই চিন্তা করেছি।
স্কুলের প্রধান শিক্ষক জেফ কিলিং বলেন, ফ্রিটজের রোবট এখন ছাত্র-শিক্ষক সবার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গেছে।
স্কুল সুপারিন্টেনডেন্ট কিম জিপ্পি বলেন, আমার কাছে মনেই হয় না ফ্রিটজ ক্লাসে নেই। সে অন্য সবার মতোই ক্লাসে পাঠ নিচ্ছে।
তবে ফ্রিটজ শীঘ্রই সুস্থ হয়ে সশরীরে স্কুলে উপস্থিত হবে এমনটাই আশা সহপাঠীদের।
প্রতিক্ষণ/এডি/জয়